চাঁদপুর প্রতিনিধি=
চাঁদপুর: সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন চাঁদপুর-লাকসাম রেলপথের গুচ্ছগ্রাম এলাকায় রেললাইনে আগুন দেয় হরতাল সমর্থকরা।
সোমবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মঠখোলা, বাবুরহাট, ঘোষেরহাট, কুমারডুগি, পল্লীবিদ্যুৎ, মহামায়া, বাকিলা ও হাজিগঞ্জসহ প্রায় অর্ধশত স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতালকারীরা। এছাড়াও শহরের নতুনবাজার ও চাঁদপুর-রায়পুর সড়কের চৌরাস্তা এলাকায় টায়ারে আগুন ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।
সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে হরতাল সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল বের করে রাস্তায় অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে জেলা বিএনপি অফিস থেকে একটি মিছিল বের হয়ে শহর ঘুরে আসে।
সকাল সাড়ে ৮টায় জেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বাংলামেইলকে জানান, পিকেটিংকালে জেলার বিভিন্ন স্থান থেকে ৩ পিকেটারকে আটক করা হয়েছে।