চাঁদপুরে রেলে কাটা পড়ে অজ্ঞাত ৫৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে চাঁদপুর-লাকসাম রেল লাইনের উয়ারুক রেল স্টেশন সংলগ্নে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসে এই দুুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় পাপ্পু মাহমুদ জানান, বিকেল ৩ টার দিকে সাগরিকা এক্সপ্রেসে কাটা পড়ে বৃদ্ধ মারা যান। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
শাহরাস্তি উপজেলার মেহার রেল স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল পুলিশকে মৃত্যুর ঘটনাটি অবহিত করা হয়েছে।