নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর-লাকসাম রেল পথের বিভিন্ন স্থানে লাইন উপড়ে ফেলা, রেল পথে অগ্নি সংযোগ, ট্রেনে ও ষ্টেশনে ভাংচুরের ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৫টি পৃথক মামলা দায়ের করা হয়। এ মামলায় ১২০ জনের নাম উল্লেখ করে ও ১৩শ’ ৬০ জন অজ্ঞাত নামা ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে দায়িত্ব থাকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসএই/ওয়ে আব্দুল হাই ও রেলওয়ের থানার ওসি সুভাস কান্তি দাস বাদী হয়ে এ মামলা গুলি দায়ের করে। মামলার সূত্রে জানা যায়, দেশ ব্যাপি ১৮ দলীয় জোটের হরতাল ও অবরোধ চলা কালীন চাঁদপুর-লাকসাম রেলপথের মেহের-শাহরাস্তির মধ্যবর্তী স্থান নাওড়ীতে রোববার রেলপথের লাইনের ফিস প্লেট খুলে ১শ’ ফিট লাইন উপড়ে ফেলায় ৪৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নাম ৫০ জনকে আসামীকে করে ওসি সুভাস কান্তি বাদী হয়ে একটি মামলা দায়ের করে। অপর দিকে ২৭ নভেম্বর এই পথের ওয়ারুক নামক স্থানে রেলপথের লাইন উপড়ে ফেলায় ঘটনায় ৩শ’ জন অজ্ঞাত নামা ও ৩৪ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। অপরদিকে শহরের আক্কাছ আলী স্কুল সংলগ্ন রেলপথে অগ্নি সংযোগ, গুনরাজদী, মিশন রোড, দর্জি ঘাট ও শহরের বকুল তলা এলাকায় গত ২৬ নভেম্বর রেলপথে অগ্নি সংযোগ, গাড়িতে হামলা ও ষ্টেশনে ভাংচুরের ঘটনায় ২৭ নভেম্বর অজ্ঞাত নামা ৪শ’ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। গত ২৮ শে নভেম্বর কোর্ট স্টেশন সংলগ্ন ব্রীজ নং সি/৫৮ এর কাছে রেল লাইনে অগ্নী সংযোগের ঘটনায় অজ্ঞাত নামা ১১০ জনকে আসামি করে মামলা করা হয়। গত ৩০ শে নভেম্বর রেলওয়ের কিঃ মিঃ নং ১৭৯/২-৬ আক্কাছ আলী স্কুল সংলগ্ন এলাকায় রেললাইনে অগ্নী সংযোগ কারায় অজ্ঞাত নামা ৪শ’ ও ৪৩ জনের নাম উল্লেখ করে রেলেওয়ে থানার এএসআই আঃ মতিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় পুলিশ গতকাল সোমবার পর্যন্ত ১৮ জনকে আাটক করে জেলা হাজতে প্রেরন করেছে বলে রেলওয়ে থানার ওসি জানান। সর্বমোট ১৪শ’ ৮০ জনকে আসামী করে উপরোক্ত ৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব ঘটনার মামলা দেওয়ার পরও গতকাল রোববার রাত সাড়ে ১১টায় গুনরাজদী ব্রীজের নিকট চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস আসার সময় লাইনে অগ্নি সংযোগ করা হয়। এতে করে শত শত যাত্রী আতঙ্কিত হয়ে পড়ে। পরে চালক তাৎক্ষনিক মেঘনা এক্সপ্রেসটি থামিয়ে আগুন নিবিয়ে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এ ব্যাপারে রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি দাস জানান, এ রূটে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি দু’বার লাইন উপড়ে ফেলায় দুর্ঘটনার কবল থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পায়। এ ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের আটক করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।