মিজানুর রহমান রানা /
চাঁদপুরে বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ছয়জন। রোববার বেলা ১১টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিমা আক্তার (২৫) শরীয়তপুরের গোসাইরহাট মালোপাড়ার বাসিন্দা। এ ঘটনায় আহত ফাহিমার স্বামী দেলোয়ার হোসেন (৩২), ছেলে মানিক (৫) ও মেয়ে খাদিজাসহ (১০) বাকিরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকা যাওয়ার জন্য নৌকায় করে বেশ কয়েকজন যাত্রী এমভি প্রিন্স অব রাসেল-৩ লঞ্চে ওঠার চেষ্টা করছিল। এ সময় পাশ থেকে এমভি রফরফ নামের একটি লঞ্চ ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এতে আহতদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন ফাহিমার মৃত্যু হয়। আহত বাকিরা চাঁদপুর ২৫০ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, নৌকাযোগে লঞ্চে যাত্রী ওঠানামার নিয়ম নেই। কিন্তু স্থানীয় কর্তৃপরে সামনেই চাঁদপুরে এ লঞ্চঘাটে প্রতিনিয়তই বিভিন্ন চরাঞ্চল এলাকা থেকে যাত্রীরা ট্রলার বা ইঞ্জিনচালিত নৌকা যোগে এসে সরাসরি লঞ্চে ওঠেন। কিন্তু এভাবে সরাসরি লঞ্চে না উঠে নিয়মানুযায়ী ওইসকল যাত্রীরা টার্মিনালে উঠে তারপর লঞ্চে উঠার নিয়ম রয়েছে। কিন্তু ওই সকল পরিবহনের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠলেও স্থানীয় কর্তৃপ কখনই কোনোদিন এদেরকে এই নিয়ম সম্পর্কে ধারণা বা বাধা দেয়নি। এবং এসব বিষয়ে কোনো তদারকিও নেই। গতকাল রোববারের এই দুর্ঘটনাই চাঁদপুরের লঞ্চঘাটে নতুন নয়, লঞ্চের ধাক্কায় এর আগে বেশ ক’বার যাত্রীরা আহত ও নিহত হয়েছেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।