চাঁদপুর : চাঁদপুরের নৌ পুলিশ কর্তৃক লঞ্চে জাটকা পাচারকারী ২জনকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে চাঁদপুর মডেল থানায়।
চাঁদপুর নৌ- থানার পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মো: জহিরুল ইসলাম জানান, তার নেতৃত্বে বুধবার দিনগত রাতে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে প্রায় সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করে হয়।
এ সময় জাটকার সাথে জাটকা পাচারকারী মো: কামাল হোসেন (২৪) পিতা মৃত চান্দু চকিদার ও মো: হাসান আলী বেপারী(২০) পিতা-মো: সামছুল হক বেপারীকে আটক করা হয়। তাদের উভয়ের বাড়ী বরিশাল জেলার শরীভোষন উপজেলার চরনাগল পাড়া গ্রামে।
তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় নৌ-পুলিশ বাদী হয়ে জাটকা নিধন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানান চাঁদপুর নৌ- থানার ইনচার্জ মো: জহিরুল ইসলাম।
চাঁদপুরনিউজ/এমএমএ/