চাঁদপুরে অবৈধ ও লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সমূহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস ও চাঁদপুর সদর থানা পুলিশের সহযোগিতায় লাইসেন্স না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের কারনে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল চৌধুরী।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল চৌধুরী জানান, লাইসেন্স না থাকায় শহরের মিশন রোডস্থ আল রাফি ডায়াগনস্টিক সেন্টার, তিতাস ডায়াগনস্টিক সেন্টার, চাঁদপুর ভ্যাকসিন সেন্টার ও নতুন বাজারস্থ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া চাঁদপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।