চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা রবীন্দ্র সংগীত পরিষদের যৌথ উদ্যোগে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার সকাল ১১টায় একত্রে সকলের কন্ঠে বেজে ওঠে প্রাণপ্রিয় জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালাবাসি..”। বিদ্যালয়ের মাঠটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সাধারণ মানুষের অংশ গ্রহনে কানায় কানায় পূর্ণ হয়।
এতে জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নূরী, (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমান পাটওয়ারী, মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন, রবীন্দ্র সংগীত পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ উপস্থিত থেকে জাতীয় সঙ্গীতে কন্ঠ মিলায়।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।