চাঁদপুর: চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা থেকে জুয়া খেলার আসর থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণখোলা রোডের প্রবাসী মনিরের অটোরিকশার গ্যারেজের দ্বিতীয় তলা থেকে তাদের কে আটক করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিনসহ সংঙ্গীয় সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী মনিরের বাড়ি ও অটোরিকশার গ্যারেজটি প্রায় ৩ মাস পূর্বে জুয়াড়ি জাহাঙ্গীর ও জসিম ভাড়া নেয়। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা সিএনজি, অটোরিকশাযোগে এখানে জুয়া খেলতে আসেন। তবে দিনের চেয়ে রাতে জুয়ার আসর জমজমাট হয়। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও দেহ ব্যবসাও পরিচালনা হয়ে থাকে বলেও জানান স্থানীয়রা।
উপ-পরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন বলেন, আইনী পক্রিয়া শেষে জুয়াড়িদের নাম ঠিকানা দেয়া যাবে। কত টাকা পাওয়া গেছে তা পরে গনমাধ্যমকে জানানো হবে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/