মিজানুর রহমান রানা
বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, খুন, অপহরণের প্রতিবাদে শহর স্বেচ্ছাসেবকলীগের বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল পূর্ব বিােভ সমাবেশে শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক খোকন মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন মালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এস এম জয়নাল আবেদীন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এম এ হাসান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য হারুন শেখ, শাহ আলম খান, শরীফ হোসেন উজ্জ্বল, জাহাঙ্গীর পাটওয়ারী, খোরশেদ আলম হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, ওমর ফারুক, ছাত্রলীগ নেতা মোশারফ পাটওয়ারী, পারভেজ করিম বাবু, আব্দুলাহ আল মুকতাদী, আজহার আরজু, শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান বাবু মিয়া, আলাউদ্দিন খান, সিদ্দিকুর রহমান মিঠু, মামুন দেওয়ান, নুরে আলম রনি, আবুল হাসনাত নাদিমসহ প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।