শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত সড়কের জোড়পুকুর পাড় এলাকা থেকে উপজেলা যুবলীগ নেতা মালেক হোসেন মুন্নার হিরু মোটরসামার মোটর সাইকেলটি চুরি করা চোর সিসি ক্যামরায় সনাক্ত করা হয়েছে। শহরের মিশিন রোডের ফ্যালক্যান বাদ্রাসের সিসি ক্যামরায় চোরকে সনাক্ত করা হয়। সিসি ক্যামরায় ভিডিও ফুটেজে দেখা গেছে চোর বেলা ১১টা ৮ মিনিটের সময় এখান দিয়ে মালেক হোসেন মুন্নার ব্যাবহৃত মোটার সাইকেলটি সে চুরি করে নিয়ে যাচ্ছেন। গাড়িটির লাইন্সেস নং ঢাকা মেট্রো হ-৩৯-৩৩৮৬ । সিসি ক্যামরার ভিডিও ফুটেজে দেখা গেছে, চোর মোটর সাইকেলটি ফরিদগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। সিসি ক্যামরার থেকে ছবি সংগ্রহ করে তথ্যগুলো চাঁদপুর মডেল থানায় জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে মালেক হোসেন মুন্না বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। চাঁদপুর শহরের প্রতিটি গুরুত্বপূর্ন স্থানে যদি সিসি ক্যামরা স্থাপন করা হয়, তাহলে চাঁদপুর শহরের নিরাপত্তা বেড়ে যাবে বলে সাধারন মানুষ জানিয়েছে। উল্লেখ্য গত ৪ সেপ্টেম্বর বেলা ১১টায় সময় জোড়পুকুর পাড় এলাকা থেকে এ মোটর সাইকেলটি চুরি হয়।