মিজানুর রহমান রানা
চাঁদপুরে শিবির কর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতি পুলিশি বাধায় পন্ড হয়ে গেছে। পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৩ শিবির কর্মীকে আটক করেছে।
২৩ আগস্ট শনিবার সকাল ১০টায় শহরের জে.এম সেনগুপ্ত রোডস্থ বেগম মসজিদের সামনে শিবির কর্মীরা একত্রিত হয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক গৌতমের নেতৃত্বে পুলিশ সদস্যরা শিবির কর্মীদের মিছিলে বাধা প্রদান করে। এসময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় শিবির কর্মীরা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়িতে প্রবেশের রাস্তার সম্মুখে একটি বহুতল ভবনের অষ্টম তলার ছাদ থেকে দু’শিবির কর্মীকে ও রাস্তা থেকে আরো এক কর্মীকে আটক করে। আটককৃতরা হলো চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র শিবিরের সদস্য পূর্ব শ্রীরামদী এলাকার মিজি বাড়ির ওসমান গনি মিজির ছেলে কাউছার মিজি (২০), একই এলাকার পাটওয়ারী বাড়ির মাওলানা দেলোয়ার হোসেন পাটওয়ারীর ছেলে জিল্লুর রহমান (২৫), ঘাসিপুর মিজি বাড়ির শহীদুল্লা মিজির ছেলে আদনান সানি মুরাদ (১৮)। এদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।