প্রতিনিধি
চাঁদপুর শহরের চৌধুরী ঘাট এলাকায় জামায়াত-শিবির পরিচালিত একটি হোস্টেলে অভিযান চালিয়ে ৪৪ জন আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন জামায়াত নেতা রয়েছেন। বাকিরা শিবির কর্মী বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শহরের চৌধুরী ঘাট এলাকায় জামায়াত-শিবির পরিচালিত একটি হোস্টেল থেকে জামায়াতের অংগ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রুহুল আমিনসহ ৪৪ জনকে আটক করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে হোস্টেল থেকে আটককৃত ব্যক্তিদের মধ্যে যারা নিরপরাধ তাদের ছেড়ে দেওয়া হবে।
