স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুরে শিশু আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ মোঃ মামুনুর রশিদ অস্ত্র আইনে শামছুল হুদা ইশতি (১৫)কে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সোমবার দুপুরে তিনি এ রায় প্রদান করেন।
জানা যায়, ২০১২ সালের ১৮ নভেম্বর চাঁদপুর শহরের মিশন রোডস্থ ৬৮২ সৈয়দ ভবনের ভাড়া বাসায় শামছুল হুদা ইশতি তার বাথরুমে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি রাখে। পিস্তলটি চেক করতে গিয়ে নিজেই আহত হয়। পরে পুলিশ তাকে অস্ত্রসহ আটক করে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল পুলিশের এসআই বিমল কর্মকার চাঁদপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শিশু আদালতের বিচারক গতকাল এ রায় প্রদান করেন। জানা যায়, শামছুল হুদা ইশতির পিতা আবুল কাশেম খান চাঁদপুর বিআরডিবির কর্মকর্তা ও মা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আসামী পক্ষে আইনজীবী ছিলেন কাজী হাবিবুর রহমান ও রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু আদালতের পিপি অ্যাডঃ হাবীবুল ইসলাম তালুকদার ও এপিপি অ্যাডঃ জসিম উদ্দিন ভুইয়া মিঠু।