শাহারিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নে শিশু খাদ্য পন্যের নকল কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার চানখার দোকান এলাকার হোসেনপুর গ্রামে সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত ডিবির এসআই ফিরোজ আলম ও এএসআই আহসানুজ্জামান লাভু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় একটি বাউন্ডারি করা বাড়িতে বিপুল পরিমান খ্যাতনামা বিভিন্ন কোম্পানীর মোড়ক ব্যবহার করে অস্বাস্থ্যকর অনুমোদন বিহীন রাজ কন্যা সরিষার তেল ও চিপস সহ শিশু খাদ্য পন্য জব্দ করে। এ ঘটনায় নির্বাহী ম্যাজেষ্টেট রাসেদ কামাল ভ্রাম্যমান আদালত বসিয়ে কারখানার মালিক পাইকাস্তা মিজি বাড়ির শামছল হক মিজির ছেলে ইব্রাহীম মিজিকে (৪০) কে ১ বছরের সাজা প্রদান করে। জানা যায়,চানখার দোকান এলাকার হোসেনপুর গ্রামের খতেজা বেগমের বাইন্ডারী একটি বাড়িতে ভাড়া নিয়ে পাইকাস্তা মিজি বাড়ির মান্নান মিজির ছেরে আনোয়ার ও তার ভাই মনির মিজি ভেজাল শিশু খাদ্য পন্যের নকল কারখানা বসিয়ে ব্যবসা শুরু করে। তারা সেখানে নোংরা তেল দিয়ে চিপস তৈরী করে বিভিন্ন কোম্পানীর পুরাতন মোড়ক টোকাইদের কাছ থেকে নিয়ে তা পানি দিয়ে ধূয়ে সেগুলোতে চিপস ভরে বাজারজাত করে। এ ছারা পুরানবাজার থেকে খোলা সরিষার তেল কিনে এনে রাজ কন্যা সরিষার তেলের মোড়ক ব্যবহার করে বোতলজাত করে বিক্রি করে। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে দিনভর অভিযান চালিয়ে নকল পন্য জব্দ করে। এ ঘটনায় ডিবি পুলিশ কোম্পানীর মালিক ইব্রাহিম মিজি ও পার্টনার মনির মিজির স্ত্রী সাহিদা আক্তার ইতিকে আটক করে। ভ্রাম্যমান আদলত এদের মধ্যে ইব্রাহীম মিজিকে ১ বছরের সাজা প্রদান করে। মনির মিজিকে শুক্রবার সকাল ১০টার মধ্যে ডিবি অফিসে হাজির করার সত্যে তার স্ত্রীকে মুছলেকা দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী আলমগীর সরকারের জিম্মায় দেয়। বাড়িটি ৫ নং ওয়ার্ডের মেম্বার জাফর খানের কাছে বুঝিয়ে দেয় ম্যাজিষ্টেট। জব্দকৃত মালামালগুলো চানকার দোকান এলাকার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এনে পুড়িয়ে দেয়। এছারা কারখানার মালিক মনির মিজির চানখার দোকান এলাকার গোডাউন ভিতরে নকল মালামাল পেয়ে সেগুলো জব্দ করে দোকান সিলগালা করে দেয়।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।