স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। ১৪ আগস্ট সোমবার বিকেলে শহরের নতুন বাজার ও পুরাণবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিকেল সাড়ে ৪টায় পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে বস্ত্রদান ও বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ। বিকেল ৫টায় শহরের নতুনবাজার গোপাল জিউর আখড়া থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
এদিকে শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মূখে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি এমপি শোভাযাত্রায় অংশ নেয়া সনাতন ধর্মালম্বিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এই নীতি অবলম্বন করে আমাদের মধ্যে সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে হবে। দুষ্টের দমনে যুগে যুগে বিভিন্ন মাহা-মানবের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণ তেমনি দুষ্টের দমন করতে পৃথীবিতে এসেছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুও একজন মহা-মানব। তার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অপশক্তিকে বদ করে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আসুন আমরা সবাই মিলে একটি সম্প্রীতির একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
শোভাযাত্রায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রণজিত রায় চৌধুরী, গোপাল জিউর আখড়ার সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক চির রঞ্জন রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
রবিবার , ১৪ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ৩০ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।