মিজানুর রহমান রানা
চাঁদপুর সংগীত নিকেতনের আয়োজনে গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমীতে কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা।
ওইদিন সন্ধ্যায় শংকর আচার্যীর পরিচালনায় ও বাবুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম পর্যায়ে সম্মেলক গান ও নৃত্য সৌর্য্য দাও ধৈর্য, হাদি পদ্মে চরণ রাখো, হে নামাজি এবং ২য় পর্যায়ে কে দুরন্ত বাজাও, আমার সাম্পান, তোরা সব জয়ধ্বনি কর পরিবেশন করেন শান্তি রতি, কাবেরী রতি, শংকর আচার্যী, বাবুল চক্রবর্তী ও সৈকত সাহা। আবৃত্তি করেন দোলা অধিকারী, সাবিকুন নাহার সৌমিতা, মাহিনূর আক্তার। একক সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পী মাসিয়াত খুশনূর খুশি, লিজা, অন্বেষা দে, অনব মজুমদার, পারমিতা দেবনাথ, অগ্র অধিকারী বাঁধন, শ্বাশ্বতী বিশ্বাস, রিমি দত্ত, গীতিদোলা ঘোষ, মারজাহান আক্তার দুলালী, সায়েদুল ইসলাম রাফি, সাবিকুন নাহার মৌমিতা, সাদিয়া, পূরবী দে সীমন্তী, সোনালী সাহা, রণজিতা পোদ্দার, অস্পরা, কনিনীকা মিত্র নদী, পারমিতা চক্রবর্তী, জয়া সরকার, রিয়া চক্রবর্তী। সংগীত পরিবেশনায় তবলে সহযোগিতা করেন শান্তি রতি, দীপক চক্রবর্তী, অঞ্জন আচার্যী এবং কী-বোর্ডে সহযোগিতা করেন রানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের অধ্য স্বপন সেনগুপ্ত। পরে সংগঠনের শিল্পীরা মনোমুগ্ধকর যৌথ সংগীত পরিবেশন করেন।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।