স্টাফ রিপোর্টার: চাঁদপুরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সক্রিয় চোর চক্রের ৮ আসামীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
সিসি ক্যামেরার ধারণকৃত ফুটেজ দেখে মডেল থানা পুলিশ চিহ্নিত চোর চক্রদের আটক করতে সক্ষম হয়েছে।
৭ জানুয়ারি দুপুরে তাদেরকে চাঁদপুর সদর মডেল থানা থেকে কোর্টে চালান করা হয়।
এরা হলেন, কালু গাজী(২০),নূরে আলম(২৩), মোঃ শাহীন বেপারী(২৫), রাসেল পাঠান(২৩), মোঃ রফিক খান(২৫),শুক্কুর ছৈয়াল(২৭), মিল্লাত হোসেন(২৫), ফারুক প্রধানিয়া (২৪)।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উদ্দীন জানান, চাঁদপুরে দিনের বেলায় কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন বাসায় গ্লিল কাটা সক্রিয় চোর কয়েকজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এদের অনেকেই চুরির ঘটনায় সম্পৃক্ত ছিল বলে জানিয়েছে। তাদের কাছ থেকে চুরি করার সময় কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এই অভিযানে সক্রিয় চোরদের কয়েকজনকে ধরতে পারায় চাঁদপুরবাসীর মধ্যে অনেকটা সস্থি ফিরতে দেখা গেছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন যাবৎ চাঁদপুরে দিনে দুপুরে ফ্লাট বাসায় গ্লিল কেটে চুরি হওয়ার খবর পাওয়া যাচ্ছিলো। শহরে দিনের বেলায় দুটি দোকানে চুরির ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে সক্রিয় চোরদের ধরতেই পুলিশের এই বিশেষ অভিযান আটক করতে সক্ষম হয়েছে।