মিজানুর রহমান রানা
চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং গৃদকালিন্দিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার ফিরোজ আলমকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার ফিরোজ আলম সাহেবগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে সাহেবগঞ্জ বাজারের পশ্চিমে তেতুলতলা এলাকায় বিকেলবেলা পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রুহিন, সাইফুল, নূরু, জামাল, হোসেন, হানিফ সহ একদল সন্ত্রাসী অতর্কিতভাবে মৃত আহমদ আলীর ছেলে ইউপি মেম্বার ফিরোজ আলমের ওপর দেশীয় রামদা, চাইনিজ কুড়াল, ছেনী ও রাকসা নিয়ে আক্রমণ চালায়। এ সময় তারা তার হাত, পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে কুপিয়ে আঘাত করে। ঘটনার খবর পেয়ে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে এলাকাবাসী জানায়, ইউপি মেম্বার ফিরোজ আলম এলাকায় মাদকসেবীদের বিরুদ্ধে বেশ কিছুদিন যাবত আইনী ব্যবস্থা গ্রহণ করে এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধের ব্যাপারে জোরালো ভূমিকা রেখেছিলেন। এরই জের হিসেবে এলাকার ক্ষুব্ধ সন্ত্রাসীরা তার ওপর আক্রমণ চালায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক এ প্রতিবেদককে জানান, আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি। তার অবস্থা আশঙ্কাজনক বিধায় বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমরা তাকে উন্নত চিকিৎসার স্বার্থে ঢাকায় রেফার করেছি।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।