স্টাফ রিপোর্টার : চাঁদপুরে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সন্ধ্যা ৬ টার পর উচ্চ শব্দে মাইক,ডেকসেট কিংবা গানা বাজানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২ ফ্রেব্রুয়ারি রবিবার লিখিতভাবে জেলা প্রশাসন হতে এ নির্দেশনা দেওয়া হয়।বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী।
তিনি জানান,এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সচেতন অভিভাবকদের থেকে অভিযোগ আসছিলো।যে শহরে কোন রকমের সৌজন্যবোধ দেখানো হচ্ছে না এসএসসি পরীক্ষার্থীদের ওপর। এক শ্রেণীর মানুষ হৈ-হুল্লোড়ের নামে সন্ধ্যার পরও উচ্চ শব্দে মাইক,ডেকসেট ও গানাবাজনা করছে।এতে শিক্ষার্থীদের পড়ালেখায় ক্ষতি হচ্ছে।তাই সর্বসাধারণের কথা চিন্তা করে সন্ধ্যার পর গানবাজনা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যপারে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক-রাজস্ব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, জেলা শহর ও উপজেলায় সন্ধ্যা ছয়টার পর গানবাজনা, উচ্চ শব্দে ডেকসেট ও মাইক বাজানো যাবে না। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এজন্য আমরা আমাদের মোবাইল কোর্ট টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রেখেছি।