চাঁদপুর: ঘূর্ণিঝড় ‘মহাসেন’ পরিস্থিতি মোকাবেলার জন্য চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সভাকক্ষে এক জরুরি সভার ডাকা হয়েছে। এ সভায় জেলা সদরে একটি নিয়ন্ত্রণ কক্ষ ছাড়াও মেঘনা ও পদ্মা নদী তীরবর্তী চাঁদপুর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলা প্রশাসনও একটি করে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।
সকল সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার কথা বলা হয়েছে। মেঘনা নদীর পশ্চিম পাড়ে যে সমস্ত চরাঞ্চল রয়েছে, ওই চরাঞ্চলের লোকজনকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এ জেলায় ২৫টি মেডিকেল টীম প্রস্তুত রাখা হয়েছে। জনগণকে সতর্ক করার ব্যাপারে গতকাল থেকে মাইকিং করা হচ্ছে। রেডক্রিসেন্ট, স্কাউট, বিদ্যুৎ, টেলিফোন, পানি, গ্যাস ইত্যাদি বিভাগীয় কর্মকর্তা ও সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুর জেলার উপরদিয়ে এ মুহুর্তে গুড়ি গুড়ি বৃষ্টি ও গুমট হাওয়া বইছে।
জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ আশ্রয় কেন্দ্রগুলোকে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। এ সময় পুলিশ সুপার মোঃ আমির জাফর, সিভিল সার্জন ডাঃ এ.এস.এম. আঃ ছাত্তার মিয়া, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ বদরুদ্দোজা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.এ.ওয়াদুদসহ সকল বিভাগীয় প্রধান ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।