চাঁদপুর প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম বলেছেন, যারা অনেক দিন ধরে এখানে কর্মরত আছেন, তারা নড়াচড়া করে অন্যদিকে যান। এই জায়গার চেয়ে অনেক সুন্দর জায়গা আছে, সেখানে যান। স্বাস্থ্য ভালো থাকবে, অভিজ্ঞতা বাড়বে। নিজ জেলায় সরকারি বিভিন্ন দপ্তরে অব্যবস্থাপনা ও অনিয়ম প্রসঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মায়া আরো বলেন, সফলতা-ব্যর্থতা সবারই থাকে, সেটা ধরেই সবাইকে এগুতে হবে। অন্যান্য জেলার চাইতে এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভাল। বিগত কয়েক মাসে সারা দেশে যে নৈরাজ্য-সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে তা থেকে চাঁদপুরও বাদ পড়েনি। অত্যন্ত দৃঢ়তার সাথে সবাই সেটি মোকাবেলা করেছে।
জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের এমপি ডা. দীপু মনি, জেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর-৪ আসনের এমপি ড. মো. শামসুল হক ভূঁইয়া, সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।