ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুরে প্রতারকদের খপ্পরে পরে অসহায় মানুষের সর্বস্ব লুট করার ঘটনা অহরহ ঘটছে। নয়া কৌশল অবলম্বন করে প্রতারক চক্ররা সাধারণ মানুষদের ধোকা দিয়ে মুক্তিযোদ্ধার পরিচয়পত্র বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। নতুন ফাঁদ পেতে কুমিল্লা জেলার, লাকসাম থানার সারকুনরা দক্ষিণ পাড়ার মৃত বাদশাহ্ মিয়ার ছেলে মুনসুর কাদির (৫৫) চাঁদপুরে প্রতারক চক্রদের সাথে নিয়ে সু-কৌশলে সাধারণ মানুষদের ধোঁকা দিয়ে সরকারি চাকুরি দেয়ার নাম ভাঙ্গিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা ঘটিয়েছে।
গত শুক্রবার রাতে এই প্রতারক চক্রের হোতা মুনসুর কাদির লাকসামের ইদ্রিসের মেয়ে জান্নাত (২২) কে সরকারি চাকুরি দেয়ার নাম ভাঙ্গিয়ে ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে শহরের একটি আবাসিক হোটেলে তাকে রেখে রাত্রি যাপন করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে প্রতারক মুনসুর কাদিরকে ধরে গণধোলাই দেয়। সরজমিনে গিয়ে জানা যায়, প্রতারক মুনসুর কাদির কুমিল্লা, লাকসাম ও চাঁদপুরের পুরাণবাজারের কয়েকজন যুবতীকে চাকুরি দেয়ার নাম করে তাদের কাছে মুক্তিযোদ্ধা পরিচয়পত্র বিক্রি করে শহরের কয়েকটি হোটেলে রাত্রি যাপন করে তাদের সাথে অনৈতিক কাজ করে। গত শুক্রবার রাতে লাকসামের জান্নাতকে এনে শহরের একটি আবাসিক হোটেলে রেখে রাত্রি যাপন করার সময় স্থানীয়রা তাদের আটক করে। এ সময় প্রতারক মুনসুর কাদিরের কাছ থেকে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়পত্র ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সহযোদ্ধা নামে ৩০টি আইডিকার্ড ও প্রত্যয়নপত্র পাওয়া যায়। এ সময় তার সাথে থাকা অসহায় জান্নাত ঘটনা টের পেয়ে ও প্রতারণা করে তার কাছ থেকে ৬৫ হাজার টাকা নেয়ায় কান্নায় ভেঙ্গে পরে। জান্নাত জানায়, হতদরিদ্র তার দু’ ভাই ও মাকে বুঝিয়ে প্রতারক মুনছুর কাদির চাকুরি দেয়ার নাম করে ৬৫ হাজার টাকা নেয়। চাঁদপুর চক্ষু হাসপাতালে ডাক্তার ইন্টারভিউ নেয়ার কথা বলে আবাসিক হোটেলে এনে রাখে। সে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়পত্র দিয়ে সরকারি চাকুরি দেবে বলে বিভিন্ন মানুষের কাছ থেকে এভাবেই টাকা হাতিয়ে নিয়েছে।
এ প্রতারক মুনছুর কাদির আবাসিক হোটেলের বয় জহিরকে সরকারি চাকুরি দেয়ার নাম করে তার কাছ থেকেও প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারকের মুখোশ উন্মোচিত হওয়ায় অবশেষে বয়ের টাকা সে ফিরিয়ে দেয়। এ ব্যাপারে প্রতারক মুনছুর কাদির জানায়, এ প্রতারণার ঘটনা ও ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়পত্র বিক্রির সাথে ঢাকা ও চাঁদপুরের ক’জন জড়িত রয়েছে। তারা বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতিদের চাকুরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক মুনছুর কাদির সব ঘটনা শিকার করায় অবশেষে লাকসামের জান্নাতের ৬৫ হাজার টাকা ফিরিয়ে দেবে বলে অঙ্গিকার করে ও মুচলেকা দিয়ে অবশেষে মুক্তি পায়। এভাবেই চাঁদপুরে প্রতারক চক্ররা সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।