চাঁদপুর নিউজ রিপোর্ট
দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র বিতরণ অব্যাহত রেখেছে। ইতিমধ্যে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে যে চারটিতে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্যরা রয়েছেন তাদের সবাই মনোনয়নপত্র তুলেছেন এবং অনেকে জমাও দিয়ে দিয়েছেন। অপর আসন চাঁদপুর-৪ তথা ফরিদগঞ্জ আসন থেকেও আওয়ামী লীগের প্রধান মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়নপত্র তুলেছেন। গতকাল এ আসন থেকে তুলেছেন সাংবাদিক শফিকুর রহমানসহ আরো ক’জন। এর আগে এ আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মনোনয়নপত্র তুলেছেন।
গত ১০ নভেম্বর থেকে ঢাকা বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু হয়। প্রথম দিন মনোনয়নপত্র তুলেছেন চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মোঃ জাকির হোসেন মারুফ এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা অ্যাডঃ নূরজাহান বেগম মুক্তা। পরদিন মনোনয়নপত্র তুলেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসন থেকে এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম রফিকুল ইসলাম এমপি, চাঁদপুর-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, চাঁদপুর-৪ আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বারী মিয়াজী, অ্যাডঃ নূর হোসেন বলাই, এমরান চৌধুরী, মঞ্জুর আলম শেখ এবং চাঁদপুর-১ আসনে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা মহিব উল্যাহ মাহী। গতকাল মনোনয়নপত্র তুলেছেন চাঁদপুর-৪ আসন থেকে বিগত দু’টি নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন খোকা ও আওয়ামী লীগ নেতা আমির আজম রেজা। এঁরা কালকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া বিচ্ছিন্নভাবে আরো কেউ কেউ মনোনয়নপত্র তুলেছেন বলে জানা গেছে।