স্টাফ করেসপন্ডেন্ট: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী ফারুক হোসেন গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩মার্চ) রাতে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মদনা গ্রামের হক মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। ফারুক হোসেন গাজী সদর উপজেলার পূর্ব মদনা গ্রামের গাজী বাড়ীর মৃত ফজলুল হক গাজীর ছেলে।
এসআই রাশেদুজ্জামান বলেন, রাত ২.২০ ঘটিকার সময় তিনি, এএসআই আবু হানিফ ও ফোর্সসহ এনআইএক্ট মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত সিআর-১৭৮/১৯ এর গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামী ফারুককে মদনা হক মার্কেট এলাকা গ্রেফতার করেন এবং যথা নিয়মে থানা হাজতে রাখেন। পরবর্তীতে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করেন।
চাঁদপুরনিউজ/এমএমএ/