মিজান লিটন
দেশের চলমান রাজনৈতিক কর্মসূচি হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও ও ধ্বংসের প্রতিবাদে গতকাল ১৫ ডিসেম্বর রোববার সারাদেশে একযোগে ব্যবসায়ী সমাজ সাদা পতাকা হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ১১টায় চাঁদপুর চেম্বার অব কমার্সের আহ্বানে শহরের কালীবাড়ি মোড়ে ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে মানববন্ধন পালন করে। এ কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন চাঁদপুর-৩ আসনের এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি। তাঁর সাথে অন্য রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ডাঃ দীপু মনি ব্যবসায়ীদের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে বলেন, দেশে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতা বা সঙ্কট সৃষ্টি হয়েছে তখনই দেশের ব্যবসায়ী সমাজ তা নিরসনে এগিয়ে এসেছে। আজও ব্যবসায়ী সমাজ দেশে শান্তির লক্ষ্যে এবং মানুষের জান-মাল রক্ষার্থে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে। আমি তাদের এই কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করছি। তিনি বলেন, ৭১, ৭৫ ও ২০০৪ সালের ২১ আগস্টের খুনিরা আজ একত্রিত হয়ে রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে। তারা রাজনৈতিক কর্মসূচির নামে আগুনে মানুষ পুড়িয়ে মারছে। মানুষের ও দেশের সম্পদ ধ্বংস করছে। হরতাল-অবরোধের নামে এসব ধ্বংসাত্মক কার্যকলাপ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখতে হবে।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের পরিচালনায় কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউছুফ গাজী ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহাম্মেদ। ব্যবসায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম পাটওয়ারী, চেম্বারের পরিচালক তমাল কুমার ঘোষ, আলহাজ্ব আবুল কাশেম গাজী, সালাউদ্দিন মোহাম্মদ বাবর, কালাচাঁদ বণিক, মাইনুল ইসলাম কিশোর, মোঃ আমিনুর রহমান বাবুল, মোঃ জামাল হোসেন, মোঃ এস এম সফিকুল ইসলাম। ব্যবসায়ী নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন চাঁদপুর দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, জুয়েলারী সমিতির সভাপতি শুকদেব রায়, চাঁদপুর কেমিস্ট অ্যাড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য নজরুল আমিন সাজু চৌধুরী, হার্ডওয়্যার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জে আর ওয়াদুদ টিপু, ডাঃ এস এম সহিদ উল্যাহ, ডাঃ মোঃ এ কিউ রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী, আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ রব মল্লিক, শিমুল কুমার সাহা, পরেশ মালাকার, মোঃ নাছির খান প্রমুখ। এ মানববন্ধনকে কেন্দ্র করে সকাল ১০টার পর হতেই ব্যবসায়ীগণ সাদা পতাকা হাতে নিয়ে মানববন্ধনস্থলে আসতে থাকে এবং সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। মানববন্ধনটি এক সময় জনসমাবেশে রূপ নেয়।
ব্যবসায়ী নেতারা তাদের বক্তব্যে বলেন, অচিরেই যদি রাজনৈতিক কর্মসূচির নামে এসব ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধ না হয় তাহলে এফবিসিসিআই বড় ধরনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম তাঁর বক্তব্যে দলমতের ঊর্ধ্বে থেকে দেশের সম্পদ রক্ষায় ও ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য দু� নেত্রীর প্রতি আহ্বান জানান।