স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর শহরের পুরাণ বাজার মধ্য শ্রীরামদী পরিত্যাক্ত স্থান থেকে সিএনজি চালক সুমন (২২) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় ওই এলাকার হজল বেপারীর বাড়ীর পিছন থেকে মরদেহ উদ্ধার করেন পুরাণ বাজার ফাঁড়ি পুলিশ।
সুমন পুরাণ বাজার মোম ফ্যাক্টরী বেপারী মহল্লার আইয়ুব আলীর ছেলে। সে একই এলাকার হেলাল উদ্দিনের সিএনজি অটোরিকশা ভাড়ায় চালাত। স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে পাশের বাড়ির শিশু হাবিবা (১৩) সুমনের মরদেহ পড়ে থাকতে দেখে তার মাকে জানায়। পরে লোকজন বিষয়টি ফাঁড়ি পুলিশকে অবহিত করে।
পুরাণ বাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাহাঙ্গীর জানান, ধারণা করা হচ্ছে কেউ তাকে রাতের বেলায় মেরে ফেলে চলে যায়। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থল এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগ রয়েছে।