শওকতআলী,: চাঁদপুরে সিএনজি স্কুটার চাপায় মো: নাজমুল হোসাইন(৫২) নামে এক কৃষকের মমান্তিক ভাবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার বিকেল ৪টায় শহরের ওয়ারলেছ মোড়ে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানার পুলিশ সিএনজি স্কুটার ও একটি মটর সাইকেল আটক করেছে।
জানা যায়, চাঁদপুরে ৩দিনের তাবলিক জামাত শেষ করে মো: নাজমুল হোসাইন ও সাথী ভাই মো: সাইফুল ইসলাম মটর সাইকেল যোগে ফরিদগঞ্জের গাবগের গাও এলাকায় যাচিছল। পথি মধ্যে শহরের ওয়ারলেছ মোড়ে আসলে হঠাৎ একটি অটোরিকসার সাথে মটর সাইকেল সংঘর্ষ হলে নাজমুল হোসাইন ছিটকে পাশ^বর্তী রাস্তায় পড়ে যায়। এ সময় একটি সিএনজি স্কুটার দ্রুত গতিতে এসে কৃষক নাজমুলের মাথার উপর চাপ দেয়। এতে ঘটনাস্থলে সে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষনিক তাকে এলাকাবাসী উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেন তাকে মৃত বলে ঘোষনা করেন।