স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের ফসলি জমি থেকে ফাহিম (১৩) নামে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টায় ওই গ্রামের প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম দক্ষিণ গুলিশা গ্রামের দুলাল গাজীর ছেলে এবং স্থানীয় ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। শনিবার লাশ ময়না তদন্ত শেষে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে ফাহিম নিখোঁজ হয়। পরিবারের লোকজন আত্মীয় স্বজন এবং বিভিন্ন স্থানে খোঁজ করে পায়নি। শুক্রবার সন্ধ্যায় ফাহিমের মা খোঁজতে গিয়ে বাড়ির পাশে ফসলি জমিতে তার মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে কান্নকাটি করলে স্থানীয় লোকজন জড়ো হয়। পরে বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী চাঁদপুর মডেল থানায় সংবাদ দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় অন্যান্য স্কুল ছাত্রের সাথে ফাহিম ক্রিকেট খেলতে যায়। তারপর থেকেই সে নিখোঁজ হয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ময়না তদন্তের জন্য স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। কিভাবে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে তদন্ত ছাড়া এখন বলা যাবে না। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।