নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুর শহরের ষোলঘর পাকা মসজিদ (এসপি অফিস সংলগ্ন) ভাড়া বাসায় স্ত্রী রাবেয়া বেগম (২৫)কে কেরোসিন ঢেলে আগুন দিয়ে ঝলসে দিয়েছে স্বামী জামাল মিজি (৩০)।
ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাটের ভাটিয়ালপুর গ্রামের সিরাজ মিজির মেয়ে দু’সন্তানের জননী রাবেয়া বেগমকে একই বাড়ীর চাচাতো ভাই-বোনের মধ্যে বিয়ে হয়েছিল। পেশায় জামাল মিজি একজন জেলে। সে যৌতুকের জন্য রাবেয়াকে মারধর করতো। গত ১১ মে জামাল মিজি তার স্ত্রী রাবেয়ার শরীরে কেরোসিন ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে গাল, গলা, কাঁধ, হাত, বুক ও পেটের বিভিন্ন অংশ পুড়ে যায়। রাবেয়ার ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিভায়।
পরে আত্মীয়-স্বজনরা রাবেয়াকে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করলে চিক্যিসকরা ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করার পরামর্শ দিলে আর্থিক অসচ্ছলতার জন্য আর চিক্যিসা করা সম্ভব হয়নি। এতে করে রাবেয়ার বাম হাতের কনুই-কব্জি লেগে যাওয়ায় হাত দিয়ে কোন কাজ করতে পারছে না। এমনকি ২বছরের শিশু সন্তান তাছলিমাকে বুকের দুধটুকো খাওয়াতে পারছে না।
মধ্যযুগীয় এমন বর্বরতা চোখে দেখলে যে কারো শরীর শিউরে উঠবে। বর্তমানে পিতার বাড়ীতে রাবেয়া তার পুত্র শান্ত (৫) ও কন্যা তাছলিমা (২) কে নিয়ে অর্থাভাবে, অনাহারে দিন কাটছে। কর্ম ক্ষমতা হারিয়ে রাবেয়া নির্বাক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর্থিক অসচ্ছলতার কারনে আইনী সহায়তা পর্যন্ত নিতে পারছে না রাবেয়া। কোন হৃদয়বান ব্যক্তি বা সামাজিক সংস্থা এগিয়ে এলে রাবেয়া অর্থনৈতিক ও আইনী সহায়তা পেতে পারতো।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।