মিজানুর রহমান রানা
চাঁদপুরের বাসস্ট্যান্ডে শনিবার রাত সাড়ে ১০টায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ২জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত দু’জনকে চিকিৎসার জন্যে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই দিন রাতে একটি সিএনজি যোগে ফরিদগঞ্জ থেকে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে মো. ফারুক (২৮), ফরিদগঞ্জ উপজেলার নলগোড়া গ্রামের সোনাই বেপারী বাড়ির হারুনুর রশিদের ছেলে ফরিদ হোসেন (১৮) তার মামা বিদেশযাত্রী কামাল হোসেন ও অন্য যাত্রীসহ চাঁদপুর লঞ্চঘাটের উদ্দেশ্যে রওয়ানা করে। সিএনজিটি চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এলে সামনে থেকে একটি ট্রাক সিএনজিটিকে আঘাত করলে সিএনজিটি উল্টিয়ে যায়। এ সময় ফারুক মাথায় ও ফরিদ হোসেন শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। তাদেরকে চিকিৎসার জন্যে চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কর্তব্যরত চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ডাক্তার জানিয়েছেন, মাথায় আঘাতপ্রাপ্ত ফারুকের অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।