শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাছ তলা এলাকায় সড়ক দুর্ঘটনায় গোপাল চন্দ্র পাল (৩০) এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
গোপাল লক্ষ্মীপুর জেলার গোপীনাথ গ্রাম বিশ্বনাথ পালের ছেলে। তিনি লক্ষ্মীপুরের একটি ওষুধের দোকানের বিক্রয় কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপল মতলব শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে বিপরীত দিকে থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃতবলে জানায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হাসপাতাল থেকে থানায় নিয়ে যায়। মৃত্যুর খবর শুনে নিহত গোপালের শ্বশুর হাসপাতালে এসে পড়ে গিয়ে আহত হয়েছে। এই ঘটনায় নিহত পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।