চাঁদপুর নিউজ রিপোর্ট
॥ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নাসিম (২৯) ঘটনাস্থলে নিহত হয়। এসময় মটর সাইকেলে থাকা অপু (২৬) নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার দুপুরে। প্রত্যক্ষদর্শীরা জানায় দ্রুতগামী মটর সাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে স্বজোড়ে ধাক্কা লেগে মটর সাইকেলটি ধুমড়ে মুচরে যায়। নিহত নাসিম কচুয়া উপজেলায় কড়ৈয়া গ্রামের আবুল কামালের ছেলে। আহত ব্যক্তি একই গ্রামের।

