চাঁদপুর সংবাদদাতা ॥ চাঁদপুর শহরের হকার্স মাকেটে গভীর রাতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ব্যবস্থা গ্রহন করায় অল্পের জন্য রক্ষা পেল প্রায় ১হাজার ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি। ঘটনার পর থেকে ২০ ঘন্টা বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে,ঘটনাস্থলের শত-শত ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যুৎ না থাকায় ঐ এলাকার ব্যবসায়ী ও এলাকার আবাসিক বাসিন্দারা মারাত্বক দুর্ভোগের মধ্যে থাকতে হচেছ।
চাঁদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকতা,এলাকার ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের ন্যায় চাঁদপুর হকার্স মাকেটের প্রায় ৫শতাধীক ব্যাবসায়ী ও তার আশপাশের চাঁদপুর টাওয়ার,মুক্তিযোদ্বা মাকেট,হাকিম প্লাজা,তমা প্লাজা,সাধনা প্লাজা,সদার প্লাজা,কনার্র প্লাজা,সাউথর্ প্লাজাসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে চলে যান। রাত অনুমান ২টা ৫মিনিটের সময় হকার্স মাকের্টের সামনে অবস্থিত অনন্যা এন্টার প্রাইজের সামনে থাকা বিদ্যুতের পিলারে অবৈধ ডিস লাইন,ইন্টারনেট সংযোগ,টেলিফোন সংযোগসহ বিভিন্ন সংযোগের তার এলোমেলো হয়ে থাকা তার বিদ্যুতের প্রধান লাইনের সাথে বৃস্টির টানিতে ভিজে লেগে সর্টসাকিটের ফলে হঠাৎ অগ্নিসংযোগের সৃস্টি হয়। এ বিদ্যুতের তারের সাথে বিভিন্ন সংযোগের তারের অগ্নিসংযোগের ফলে কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানের সাইন বোর্ডে আগুন ধরে যায়। এ ছাড়া বিদ্যুতের প্রধান লাইনের তার বাস্ট হয়ে অন্য তারের সাথে লেগে বিকট আওয়াজ সৃস্টি হয়ে আগুন এক পিলার থেকে অন্য পিলারে ছড়িয়ে পড়ে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে ঐ এলাকার আবাসিক বাসিন্দারা আতংকিত হয়ে পরে এবং বাসা থেকে বের হলেও কোন দিকে যেতে পারচিরনা। রাতে হকার্স মাকের্টে নাইট গার্ড ও কমিউনিটি পুলিশের দায়িত্বে থাকা টহল সদস্যরা চাঁদপুর শহরের মিশন রোডস্থ ফায়ার সার্ভিসের কর্মকতাকে বিষয়টি অবহিত করলে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে
বৈদ্যুতিক পিলারের অগ্নিকান্ডের স্থানে পানি নিক্ষেপ করে আগুন নিয়ন্ত্রনে আনে এবং তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ বিচিছন্ন করে দেওয়ায় আগুন আর অন্য দিকে ছড়াতে পারেনি। তা”নাহলে এ বিদ্যুতের আগুন ছড়িয়ে পরে এ এলাকার প্রায় ১ হাজার ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক বাসাবাড়ি ক্ষতিসাধনের সম্বাবনা ছিল। এ ব্যাপারে রাতে ফায়ার সার্ভিসের টিম লিডার নাজিমউদ্দিন জানান,আমরা খবর পাওয়া মাত্র ১০সদস্যের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমান বলা সম্বব নয়। এ রিপোট লিখা পর্যন্ত ২০ ঘন্টা চাঁদপুর রেলওয়ে হকার্স মাকেটে বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে। এ বিদ্যুৎ না থাকায় দিন ভর হকার্স মার্কেটের ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনায় দুর্ভোগ পৌহাতে হয়েছে।