স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে বৃহস্পতিবার প্রায় ৩০ মিনিটের বৃষ্টিপাতে ৮ হাজার হেক্টর জমির আলুর ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আধিকাংশ মাঠে থাকা জমির আলুতে অনেকাংশে পচন দেখা দিয়েছে। চাঁদপুরের ৮ উপজেলায় চলতি মৌসুমে ১৩ হাজার হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। ইতোমধ্যে ৫ হাজার ২শ’ হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য অনুযায়ী জেলায় ৪০ ভাগ আলু উত্তোলন করা হয়েছে। বাকী আলু উত্তোলন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ বৃষ্টি হওয়ায় বর্তমানে মাঠে যে ৬০ ভাগ আলু রয়েছে তা ক্ষতির আশঙ্ক করছে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর । বৃষ্টির কারণে আলুর গায়ে মাটি লেগে আছে। এতে করে আলুতে অনেকাংশে পচন দেখা যাচেছ। মাটি ঝড়ে যাওয়ার জন্য জমিতেই রোদে শুকানো হচ্ছে যাতে আলু পচে না যায়।
চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, চাঁদপুরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ও জেলায় শিলা বৃষ্টি না হওয়ায় আমাদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেককম। তবে আবার বৃষ্টি হলে আলু চাষিরা ব্যাপকহারে ক্ষয়ক্ষতিতে পড়বেন। এখন পর্যন্ত মাঠে ৬০ ভাগ আলু উত্তোলন বাকী রয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে চাঁদপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে এবং শনিবার সকালে একটু বেশি পরিমাণ বৃষ্টি হয়। যার পরিমাণ হচ্ছে ২৩ মিলিমিটার।
আলু চাষি মমিন জানান, তাদের মাঠে প্রায় ১শ’ একর জমিতে আলু চাষাবাদ হয়েছে এখন পর্যন্ত অর্ধেক জমির আলু উত্তোলন বাকী রয়েছে। যে পরিমাণ বৃষ্টি হয়েছে এতে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে আরো বৃষ্টি হলে বড় ধরনের ক্ষতিতে পড়বে তারা।
আলু চাষি হান্নান মুন্সী জানান, বৃষ্টির কারণে আলু মাটি সরে গিয়ে আলুতে পানি লাগার কারণে আলুর রং পরিবর্তন হয়ে, আংশিক পচন হতে দেখা দিয়েছে। তিনি জানান, অন্য ফসলের জন্য বৃষ্টি হওয়ায় কৃষকের উপকার হয়েছে।