॥ চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় ব্যবসায়িক দ্বন্ধে বড় ভাই আরিফ হোসেন (৪০) ঢালীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অপরাধে ছোট ভাই মাইনুদ্দিন ঢালী (৩২) কে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ১০লাখ টাকা জরিমানা করেছে আদালত। রায় প্রদানকালে মাইনুদ্দিন আদালতে উপস্থিত ছিলেন ।গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ মোঃ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন।নিহত আরিফ হোসেন ঢালী পৌর মকিমাবাদ এলাকার মৃত আমির হোসেন ঢালীর ছেলে।
মামলার বিবরণে জানাযায়, ২০১০ সালের ২৬ মে দুপুরে পৌর এলাকায় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ঢালী ফার্মেসীকে কেন্দ্র করে মাইনদ্দিন ঢালী ও আরিফ হোসেন ঢালীর মধ্যে জগড়া বিবাদ হয়। এক পর্যায়ে মাইনুদ্দিন আরিফকে হাতুড়ি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় নিহত আরিফ হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার লিপি হাজীগঞ্জ থানায় মাইনুদ্দিন ঢালী, ফরহাদ, নাজমা ও সাদিয়া কে আসামী করে মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন একই বছর ১৭ জুলাই আদালতে প্রতিবেদন দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী (পিপি) অ্যাডঃ আমান উল্যাহ ও এপিপি অ্যাডঃ মোক্তার হোসেন অভি জানান, স্বাক্ষী প্রমানের ভিত্তিতে আসামী দোষী সাবস্ত হওয়ায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার ১০ লাখ টাকা নিহত আরিফের স্ত্রী (বাদী) ও তার সন্তান পাবেন। বাকী ৩ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়া আদালত তাদের খালাস দেওয়া হয়। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. হান্নান কাজী।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।