গতকাল রোববার জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে চাঁদপুর শহরে দোকানপাট ও গাড়ি ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা।
�জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি ও দেশব্যাপী সরকার সৃষ্ট নৈরাজ্যে�র প্রতিবাদে গতকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেয় জামায়াতে ইসলামী। হরতালের সমর্থনে সকাল ১০টায় চাঁদপুর শহরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় থেকে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন শহর জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুল্লা, শহর ছাত্রশিবির সভাপতি মোস্তফা কাউছার, সেক্রেটারী ইসমাইল হোসেনসহ অন্য নেতৃবৃন্দ। এ মিছিল থেকে জামাত-শিবির কর্মীরা অনন্যা সুপার মার্কেটস্থ দুলাল সুইটসে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। একইভাবে ছায়াবাণী এলাকার রুচি হোটেলেও তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এছাড়া শহরে বেশ ক�টি গাড়ি ভাংচুর করে।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে চাঁদপুরে জাতীয় পার্টির আহ্বানে হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়। সকাল সাড়ে ৯টায় মিশন রোডস্থ জেলা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে হরতাল সমর্থনে একটি বিক্ষোভ মিছল বের করা হয়। মিছিলে অংশ নেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি কামাল উদ্দিন পাটওয়ারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউল আযম শাহজাহান, শহর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কুরবান আলী বেপারী, অর্থ সম্পাদক আলহাজ্ব বিল্লাল মজুমদার, জেলা যুব সংহতির আহ্বায়ক রফিক খান, সদস্য সচিব নাজির হোসেন লিটন ভূঁইয়া, ছাত্রনেতা নাজমুল গাজী, কৃষক পার্টির সদস্য সচিব আবুল হাশেম দর্জিসহ নেতৃবৃন্দ।