চাঁদপুর প্রেতিনিধি=: এক কর্মী নিহতের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের মধ্য দিয়ে হরতাল করছে ছাত্রদল।চাঁদপুর সদর মডেল থানার এসআাই মানিক মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের স্টেডিয়াম রোড এলাকা থেকে যানবাহন ভাংচুরের চেষ্টাকালে দুই ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। সকালে শহরের বেশ কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে চার থেকে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। কয়েকটি এলাকায় অটোরিকশাসহ কিছু যানবাহনেও ভাংচুর চালিয়েছে তারা।প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মো. ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে সকাল ৮টার দিকে হরতালের সমর্থনে শহরে মিছিল হয়।হরতালে চাঁদপুরে দূরপাল্লার সব পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ যানবাহন চলছে।নাশকতা ঠেকাতে শহর জুড়ে র্যা ব, পুলিশ ও বিজিবির টহল রয়েছে। র্যাব-১১ এর কর্মকর্তা মেজর সাহেদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পর্যায়েও টহল দেয়া হচ্ছে।বিরোধী দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার চাঁদপুরের পুরান বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে ছাত্রদল কর্মী আরজু ঢালী (১৬) নিহতের এর প্রতিবাদে সকাল-সন্ধ্যার এই হরতাল ডাকে ছাত্রদল।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।