চাঁদপুর: জামায়াত-শিবিরের ডাকা দু’দিনের হরতালের প্রথমদিন রোববার সকাল সাড়ে ৭টায় চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে পিকেটাররা।
এসময় পুলিশ ১২ শিবির কর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে ২২ জনকে আটক করেছে।
এছাড়া সকাল ৯টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষের হাট থেকে মহামায়া এলাকায় রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরতাল সমর্থকদের ধাওয়া করে, কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, এ পর্যন্ত পুলিশ ১২ জামায়াত-শিবিরকর্মীসহ ২২ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করেছে।
এছাড়া চাঁদপুরে যানবাহন চলাচল না করলেও কিছু কিছু দোকান পাঠ অফিস আদালত খোলেছে।