মিজান লিটন : চাঁদপুরে ১৮ দলের ৬০ঘন্টা হরতালের প্রথমদিন ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে অতিবাহিত হয়। শহরের পুরানবাজারে আওয়ামী লীগ ও বিএনপি’র ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড টিয়ার সেল ও শটগানের গুলি ছোড়ে। হরতালকারীরা শহরের নতুন বাজার এলাকায় ২টি প্রাইভেট হাসপাতাল, ৩টি বাড়ি, ৮টি দোকান ভাংচুর করে। শহরতলীর রঘুনাথপুর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে উভয় দলের কার্যালয় ভাংচুর করা হয়। পিকেটাররা সংবাদপত্র বহনকারী বাস ভাংচুর করে। এছাড়াও বিভিন্ন স্থানে অন্তত ২০-২৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।এদিকে হাজীগঞ্জে হরতাল সমর্থকদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড টিয়ার সেল ও ২০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে কমপক্ষে ২০জন আহত হয়। এ ঘটনায় উপজেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, পিকেটিং করার সময় বিভিন্ন স্থান থেকে ৬ পিকেটারকে আটক করা হয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।