চাঁদপুর প্রতিনিধি : ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর, ঝটিকা মিছিল ও চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে চলছে জামায়াত-শিবিরের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল।
বেলা সাড়ে ১১টার দিকে শহরে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। তারা শহরে চোরাগোপ্তা হামলা চালিয়ে ৬টি অটোরিকশা ভাঙচুর করেছে। পিকেটারদের হামলায় দুপুর পর্যন্ত ৫ পথচারী আহত হয়েছেন।
এদিকে, পিকেটিং ও নাশকতার চেষ্টাকালে জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ৪২ কর্মীকে আটক করেছে পুলিশ।
সহিংসতা এড়াতে সকাল ১০টা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ প্লাটুন সদস্য চাঁদপুর শহরে টহল দিচ্ছে। এছাড়া শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
অপরদিকে, হরতাল প্রতিহত করতে সকাল থেকেই চাঁদপুর শহরে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছে। সকালে সাংস্কৃতিক জাগরণ মঞ্চ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন হরতাল বিরোধী বিশাল মিছিল করে।
চাঁদপুরে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীণ রুটে ছোট ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।
৪২ জনকে আটক করার বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর নিশ্চিত করেছেন।