চাঁদপুরে ছাত্রদলের ডাকা আধাবেলা হরতালে রেললাইনে ও টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে দলের কর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের মিশন রোড এলাকায় রেললাইনে আগুন দেওয়া হয়। এ সময় পুলিশ হাতেনাতে একজনকে আটক করে। এ ছাড়া নাশকতায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে আরো সাতজন।
হরতালে চাঁদপুর-কুমিল্লা সড়কের ষোলঘর, বাসস্ট্যান্ড, চিত্রলেখা এলাকাসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল রশিদ আবেদের মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের একাংশের নেতা ইব্রাহিম কাজী জুয়েল এই হরতাল আহ্বান করেন।