
স্টাফ রিপোর্টার : প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গতকাল ১ এপ্রিল চাঁদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও সিআইপি মর্যাদার সর্বাধিক এ্যাডওয়ার্ড প্রাপ্ত হাজী মো: কাউছ মিয়ার পক্ষ থেকে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে চাঁদপুরের বিভিন্ন স্থানে ৭০ মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
তারই উল্লেখযোগ্য গতকাল বাদ জোহর চাঁদপুর শহরের তালতলা রোডস্থ বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাহির হোসেন পাটওযারী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি দিনমজুর অসহায় পরিবারের মাঝে ধারাবাহিকতায় প্রতিদিনই এ খাদ্য সামগ্রী চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে পৌছে দিবেন যতদিন পর্যন্ত এ দুর্যোগ মহামারী থাকবে বলে জানান দানবীর হাজী মো: কাউছ মিয়া।