
চাঁদপুরে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে পুলিশের সরকারি কর্তব্য পালনে বাঁধা প্রদান ও আক্রমন করে গুরুতর এবং সাধারন জখম করার অপরাধে বিএনপি ও হেফাজতের উল্লেখিত ৯ এবং অজ্ঞাত ২শ ৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ।
গত ২৯ মার্চ এ এস আই সোহাগ ভূইয়া চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৬৭।
মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ২৮ মার্চ রোববার বিকাল ৫টায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডের পৌর মার্কেটের সামনে নতুন বাজার পুলিশ ফাড়িঁর এ এস আই সোহাগের নেতৃত্বে হেফাজতে ইসলাম কর্তৃক ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমন প্রতিরোধের লক্ষে সারা দেশ ব্যাপী আহুত হরতাল ডিউটি করা কালীন এজেহার নামীয় ১থেকে ৯ আসামী সহ অজ্ঞাতনামা ২শ থেকে ২শ ৫০ জন বিএনপি ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা হাতে লাঠিসোঠা ইটপাটকেল নিয়ে নতুন বাজার হইতে মিছিল বাহির করে ঘটনাস্থলে আসা মাত্রই পুলিশের উপস্থিতি দেখে অতর্কিত আক্রমন করে। এসময় কন্সটেবল মিকাইল হোসেন ইট পাটকেলের আঘাতে গুরুতর আহত হয়।
পরে মিকাইল হোসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। এসময় শাকিল হোসেন নামের এক ছাত্র নেতাকে আটক করে পুলিশ। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন হলে আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/