চাঁদপুর সংবাদদাতা॥ চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী ১টি এলজি(সটগান) ২রাউন্ড উন্নয়ত মানের সটগানের তাজা কাট্টুসসহ ২জন ছিনতাইকারী ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের নিদ্দের্শে, ডিবি পুলিশের ওসির নেতৃত্বে ডিবির এস আই মো: আহসানুজ্জানান লাবু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শহরের বাবুরহাট বিসিক এলাকা থেকে শাওন (২৫) নামক একজন অস্ত্র ব্যবসায়ী ও ছিনতাইকারীকে আটক করে। তার শিকার উক্তি অনুযায়ী শহরের আল-আমিন একাডেমী সংলগ্ন উকিল পাড়া থেকে মো: পারভেজ(৩৫)কে আটক করে। পরে তার বাসায় তল্লাশী চালিয়ে ১টি এলজি(সটগান) ২রাউন্ড সটগানের উন্নতমানের তাজা গুলি উদ্বার করে। এসআই আহসানুজ্জামান জানান, ধারনা করা হচেছ, আটককৃতরা এ এলজি দিয়ে ছিনতাই কার্য্যক্রম পরিচালনা করে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া এরা অবৈধঅস্ত্র ব্যবসার সাথে জড়িত রয়েছে। এদের বাড়ী চাঁদপুর জেলার
মতলব উওর উপজেলার এলাকার বরুর কান্দি বাগান বাড়ি ও দেওয়ানজি কান্দি এলাকায়। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।