আগামী ১ডিসেম্বর থেকে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে গৌরবের ২৩ তম মাসব্যাপী মুক্তিযুদ্ধোর বিজয় মেলা। গতকাল ১২ অক্টোরবর বিকেল ৫টায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে মেলা উদ্যাপন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকায় নতুন কমিটি গঠন প্রক্রিয়ার কর্যক্রম মুলতবি রেখে পুরোনো কমিটির মাধ্যমে বর্তমান কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সিদান্ত দেওয়া হয়। এবং আগামী শনিবার বিকেল ৪টায় মেলা উদ্যাপন কমিটি পরবর্তী সভা আহ্বান করা হয়। সভা শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও ২০১৩সালের মেলার হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়।
সভায় মেলা উদ্যাপন কমিটির চেয়ারম্যান অ্যাড. সলিম উল্লাহ সলিমের সভাপতিত্বে এবং মহাসচিব অ্যাড. বদিউজ্জামান কিরনের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, ডেপুটি কমান্ডার রঞ্জিত রায় চাকি, মেলার মাঠ ও মঞ্চ পরিষদের আহবায়ক হারুন অল রশীদ, র্যাফেল ড্র পরিষদের আহবায়ক শহীদ পাটওয়ারী, বর্ণচোরা নাট্য গোষ্টির সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান।
এসময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, মেলা উদযাপন কমিটির সাবেক চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার (সাংগঠনিক) মহাসীন পাঠান, সহাকারী কমান্ডার মৃনাল কান্তি সাহা, ইয়াকুব আলী মাষ্টার, মেলা উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান অজিত সাহা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, চাঁদপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর ড্রামার সভাপতি খায়রুল ইসলাম শামীম, নৃত্যাঙ্গণের সাধারণ সম্পাদক তপন সরকার, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক চন্দনাথ ঘোষ চন্দন, সংগীত শিল্পী কৃষ্ণা সাহা, অনিতা কর্মকার, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, চাঁদপুর সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব ইয়াইয়া কিরন, চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম মাসুদ, সাংগঠনিক মানিক দাশ, সাংবাদিক মুহাম্মদ আলমগীর, অভিজিত রায়, মিজানুর রহমান লিটন, মিজানুর রহমান রানা প্রমূখ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

