মিজান লিটন ॥ এক্সট্রা মোহরার (নকল নবিস)দের স্কেলভুক্ত করার দাবী ও ১ বছর পর্যন্ত বন্ধ থাকা বকেয়া বিল পরিশোধ ও ৬ দফা দাবীতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল রবিবার জেলার সাবরেজিস্ট্রি অফিসের সম্মুখে কর্মরত ১৭০জন নকল নবিস তাদের বিভিন্ন দাবী দাওয়া সম্মলিত ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয়। এসময় সংগঠনের সভাপতি মোঃ শাহ্জাহান বেপারীর সভাপতিত্বে সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আখন্দ-এর পরিচালনায় বক্তারা বলেন, আমারা সারাদিন ও সন্ধ্যার পরও কাজ করি কিন্তু আজ আমাদের প্রাপ্য বিল ১ বছর যাবত বন্ধ রয়েছে। সামনে ঈদ, ১লা বৈশাখসহ বিভিন্ন উৎবের এসকল পরিবারগুলো কি করে এসব উৎসব পালন করবে। আমারা সারাদেশে একযোগে আজ রাস্তায় নেমে এসেছি। শুধু বিল পরিশোধউ নয় আমাদের চাকুরী স্থায়ী করন করতে হবে এবং ৬ দফা দাবী মানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫সালে ও বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৬ সালে কথা দিয়েছিলেন আমাদের চাকুরী স্থায়ীকরন করা হবে। আজও তা বাস্তবায়িত হয়নি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের বিল নিয়মিত পরিশোধ কার হোক ও চাকুরী স্থায়ী করন করে আমাদের বাঁচার সুযোগ করে দেওয়া হোক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্সট্রা মোহরার (নকল নবিস) সহ-সভাপতি শাহ্আলম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, শাহ ইমরান মিজি, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম খান, সহ-সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন, সদর থানা সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক ইসমাইল খান, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি শাহ্আলম, হাজী সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক আল-আমিন মতলব দক্ষিন উপজেরার সভাপত রুহুল আমিন সাধারণ সম্পাদক রহিমা আক্তার, কচুয়া উপজেলার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, চিতশী উপজেলার সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মতলব উত্তর উপজেলার সভাপতি আক্তারুজ্জামান প্রমূখ।