মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের উদ্যোগে গতকাল ২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে শহরের নাজিরপাড়া এলাকা থেকে ১১০ পিচ ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে গঠিত রেডিং টীম শহরের নাজিরপাড়া গাজী বাড়িস্থ তাজ ভিলা নামীয় বিল্ডিংয়ের সামনে রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাবুল গাজী (৪২) (পিতা মোঃ আব্দুল মান্নান গাজী)কে সন্দেহভাজন হিসেবে আটক করে। তাকে দেহ তল্লাশি করে ১১০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করেন।