চাঁদপুরের মেঘনা নদীর মোহনা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে চার হাজার আটশ কেজি জাটকা জব্ধ করেছে কোস্টগার্ড। শনিবার ভোর রাতে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার লে. মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে চাঁদপুরের মেঘনা নদীর মোহনা এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলি-১ নামের ওই লঞ্চে বিপুল পরিমাণ জাটকার সন্ধান পেলেও কোস্টগার্ড কাউকে আটক করতে পারেনি।
জব্ধ করা জাটকা দুপুরে শহরের বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, আজ ১ ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত দুই মাস জাটকা সংরক্ষণ কর্মসুচি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলে বিশেষ অভিযান শুরু করেছে কোস্টগার্ড।