চাঁদপুর জেলায় আরো ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ১২৭ জনের স্যাম্পল পরীক্ষা করে এই ২০ জনের মধ্যে কোভিড-১৯ ভাইরাস পাওয়া গেছে। বৃহস্পতিবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে এসব নমুনার পরীক্ষা করা হয়। সেদিন মধ্য রাতে এসব নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যা গতকাল সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে প্রকাশ হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ১২৭ জনের স্যাম্পল পরীক্ষা করে ২০ জনের করোনা শনাক্ত হয়। নতুন করে এই ২০ জনসহ এ পর্যন্ত চাঁদপুর জেলায় ১ হাজার ৯শ’ ১০ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্ত ২০ জন হচ্ছে : সদরে ৫, মতলব উত্তর ৫, হাজীগঞ্জ ৪, কচুয়া ১ এবং শাহরাস্তিতে ৫ জন।
এদিকে আক্রান্তদের মধ্য থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ২শ’ ৮০ জন। আর মারা গেছেন ৭৫ জন। চিকিৎসাধীন আছেন ৫শ’ ৫৫ জন। সূত্র থেকে আরো জানা যায়, চাঁদপুর জেলার সন্দেহভাজনদের থেকে এ পর্যন্ত ৭ হাজার ১শ’ ৩১ জনের স্যাম্পল কালেকশান করা হয়েছে। এর মধ্যে গতকাল পর্যন্ত রিপোর্ট এসেছে ৭ হাজার ৯৬ জনের।
উল্লেখ্য, কোভিড-১৯ শনাক্তকরণে চাঁদপুর জেলার স্যাম্পল এখন চাঁদপুরেই পরীক্ষা করা হয়। শহরের জেএম সেনগুপ্ত রোড এলাকায় অবস্থিত ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে এ সব স্যাম্পল পরীক্ষা করা হয়।