শাহরিয়ার খাঁন কৌশিক ॥
জাটকা নিধনের দায়ে চাঁদপুর জেলা ট্রান্সফোর্সের অভিযানে ১৪ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৮টা থেকে গভীর রাত ২ টা পর্যন্ত মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। নিবাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ ও নৌ-পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ২ মন জাটকাসহ ১৪ জেলেকে আটক করা হয়। শনিবার দুপুরে আটকৃতদের ১৪ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়। নিবাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ জানায়, মেঘনা নদীতে জাটকা নিধন বন্ধের লক্ষ্যে নদীতে এই অভিযান চালিয়ে কারেন্ট জাল ও জেলেদের আটক করা হবে। আগামী ২৫ তারিখের পর থেকে জেলেদের আটক করে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। নদীতে জাটকা নিধন বন্ধে প্রাতিদিন এই অভিযান অভ্যাহত থাকবে।